শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরে করোনাভাইরাস বিস্তার রোধে চলমান বিধি নিষেধে ক্ষতিগ্রস্থ অসহায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের আয়োজনে এবং আবুল খায়ের গ্রুপের সৌজন্যে সোমবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন ও সাবান বিতরণ করা হয়।

[৩] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাসুম, সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসললাম পাটওয়ারী, এন ডিসি রাসেল ইকবাল, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কমিউনিটি পুলিশিং সেল জেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

[৪] জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যেগে লক্ষ্মীপুর জেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় একহাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। তার মধ্যে জেলা স্টেডিয়ামে অসহায়দো মাঝে পাঁচশ বিতরণ করা হয়েছে। বাকী পাঁচশ উপজেলা পর্যায়ে বিতরণে জন্য দেওয়া হয়েছে।

[৫] জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তার বক্তব্যে বলেন, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের এ মানবিক সহায়তা কার্যক্রম কর্মহীনদের খাদ্যের পাশাপাশি মানসিক শক্তি যোগাবে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়