শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরে করোনাভাইরাস বিস্তার রোধে চলমান বিধি নিষেধে ক্ষতিগ্রস্থ অসহায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের আয়োজনে এবং আবুল খায়ের গ্রুপের সৌজন্যে সোমবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন ও সাবান বিতরণ করা হয়।

[৩] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাসুম, সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসললাম পাটওয়ারী, এন ডিসি রাসেল ইকবাল, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কমিউনিটি পুলিশিং সেল জেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

[৪] জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যেগে লক্ষ্মীপুর জেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় একহাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। তার মধ্যে জেলা স্টেডিয়ামে অসহায়দো মাঝে পাঁচশ বিতরণ করা হয়েছে। বাকী পাঁচশ উপজেলা পর্যায়ে বিতরণে জন্য দেওয়া হয়েছে।

[৫] জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তার বক্তব্যে বলেন, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের এ মানবিক সহায়তা কার্যক্রম কর্মহীনদের খাদ্যের পাশাপাশি মানসিক শক্তি যোগাবে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়