মহসীন কবির: [২] সোমবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাল থেকে সিনোফার্মের টিকা দেওয়া বন্ধ থাকবে কিন্তু ফাইজার ও মর্ডানার টিকাদান চালু থাকবে। যমুনা ও ডিবিসি টিভি
[৩] বুলেটিনে জানানো হয়, দেশের জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফর্মের টিকা। সব সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে ফাইজার ও মর্ডানার টিকা।
[৪] এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানান, সোমবার (১২ জুলাই) থেকে সারা দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা সিনোভ্যাকের গণটিকাদান শুরু হচ্ছে। রোববারের মধ্যেই সারা দেশের টিকাকেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। পরে সোমবার থেকে চীনের তৈরি সিনোফার্মের গণটিকাদান শুরু হবে।