মোঃ ইউসুফ মিয়া : [২] মুজিব জন্ম শতবাষির্কী উপলক্ষে রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী জেলা সিভিল সার্জনের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে।
[৩] করোনাভাইরাসের পরিস্থিতিতে যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ২১ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যাবস্থপনায় দুর্ধর্ষ দশের রাজবাড়ী সদর উপজেলায় আসহায় দুঃস্থ মানুষের বিনা মুল্যে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
[৪] যশোরের সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২১পদাতিক ব্রিগেডের লেঃ কর্নেল মোঃ মজ্জুরুল হক পি,এস,সি,র নেতৃত্বে মঙ্গলবার সাড়ে ১২টায় রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রুমে রুমে সেনাবাহিনীর নিজস্ব বিশেষঞ্জ ডাক্তার এবং চিকিৎসা কর্মীদিয়ে দুঃস্থ অসহায় রোগীদেরকে প্রয়োজনীয় ও বিভিন্ন রোগের চিকিৎসা পত্র দিয়ে বিনামুল্যে মেডিসিন বিতরণ করেন।
[৫] এসময় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, ক্যাপ্টেন আসিফ,ক্যাপ্টেন ফাহিম,কর্নেল ইব্রহিম,পৌর মেয়র শেখ আলমগীর হোসেন তিতু অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদত হোসেনসহ প্রমূখ।
[৬] যশোরের সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২১পদাতিক ব্রিগেডের লেঃ কর্নেল মোঃ মজ্জুরুল হক পিএসসি বলেন, দেশের মহামারী করোনাভাইরাসের কারণে আজকে রাজবাড়ীর শহরে আমাদের টিম সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষে রাজবাড়ী সদর উপজেলায়,বালিয়াকান্দি উপজেলা,গোয়ালন্দ উপজেলা,পাংশা উপজেলা,কালুখালি উপজেলায় কাজ করেছি।
[৭] আমরা সহায়তার অংশ হিসেবে জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব,স্বাস্থ্যবিধি মেনে লকডাউন নির্দেশনা সঠিক বাস্তবায়নসহ সচেহনহামূলক দিক নির্দেশনা দিয়ে আসছি।
[৮] রাজবাড়ীর করোভাইরাসের মহামারীর জন্য মেডিকেল ক্যাম্পেইনে পৌর মেয়র আলমগীর হোসেন তিতু ৫ শতাধিক মাক্স, হ্যান্ডসেনেটাইজার, সাবানসহ সুরক্ষা সামগ্রী সেনাবাহিনীর মেডিকেলে হাতে তুলে দেন। এ পর্যন্ত শহরের প্রায় ৪ শতাধিক রোগীর সেবা প্রদান ও মেডিসিন প্রদান করেছে।