শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিহত কৃষি কর্মকর্তার স্বামীকে ৭দিনের জন্য রিমান্ডের আবেদন

আবু হাসাদ : [২] রাজশাহীর পুঠিয়ায় কৃষি কর্মকর্তা খাদিজা আক্তার হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।

[৩] অপরদিকে ওই কর্মকর্তার লাশের ময়না তদন্ত শেষে গতকাল রাতেই পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

[৪] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, কৃষি কর্মকর্তা মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে আজ সকালে তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিক ভাবে বলেছেন তার উপর আনিত হত্যার অভিযোগ মিথ্যা। আমরা তাকে পূণরায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।

[৫] উল্লেখ্য, খাদিজা আক্তার (৪০) পবা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে চাকুরি করতেন। তার স্বামী আব্দুল ওহাব রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। গত ৩০ জুন দুপুরে থানা পুলিশ তার রহস্যজনক লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন বিকেলে খদিজা আক্তারের মা বাদী হয়ে জামাই আব্দুল ওহাব ও তার মাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়