শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিহত কৃষি কর্মকর্তার স্বামীকে ৭দিনের জন্য রিমান্ডের আবেদন

আবু হাসাদ : [২] রাজশাহীর পুঠিয়ায় কৃষি কর্মকর্তা খাদিজা আক্তার হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।

[৩] অপরদিকে ওই কর্মকর্তার লাশের ময়না তদন্ত শেষে গতকাল রাতেই পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

[৪] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, কৃষি কর্মকর্তা মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে আজ সকালে তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিক ভাবে বলেছেন তার উপর আনিত হত্যার অভিযোগ মিথ্যা। আমরা তাকে পূণরায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।

[৫] উল্লেখ্য, খাদিজা আক্তার (৪০) পবা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে চাকুরি করতেন। তার স্বামী আব্দুল ওহাব রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। গত ৩০ জুন দুপুরে থানা পুলিশ তার রহস্যজনক লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন বিকেলে খদিজা আক্তারের মা বাদী হয়ে জামাই আব্দুল ওহাব ও তার মাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়