শিরোনাম
◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিহত কৃষি কর্মকর্তার স্বামীকে ৭দিনের জন্য রিমান্ডের আবেদন

আবু হাসাদ : [২] রাজশাহীর পুঠিয়ায় কৃষি কর্মকর্তা খাদিজা আক্তার হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।

[৩] অপরদিকে ওই কর্মকর্তার লাশের ময়না তদন্ত শেষে গতকাল রাতেই পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

[৪] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, কৃষি কর্মকর্তা মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে আজ সকালে তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিক ভাবে বলেছেন তার উপর আনিত হত্যার অভিযোগ মিথ্যা। আমরা তাকে পূণরায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।

[৫] উল্লেখ্য, খাদিজা আক্তার (৪০) পবা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে চাকুরি করতেন। তার স্বামী আব্দুল ওহাব রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। গত ৩০ জুন দুপুরে থানা পুলিশ তার রহস্যজনক লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন বিকেলে খদিজা আক্তারের মা বাদী হয়ে জামাই আব্দুল ওহাব ও তার মাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়