শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে লকডাউনে শপিং মল বন্ধ থাকলেও থেমে নেই ক্রেতা

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বেশিরভাগ শপিংমলগুলো বন্ধ থাকলেও থেমে নেই ক্রেতাগণ। কেনাকাটার উদ্দেশ্যে বাজারমুখী ভিড় জমাচ্ছেন ক্রেতা সাধারণ।

[৩] শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা অভিজাত শপিংমল গুলো বন্ধ থাকায় ফিরে যাচ্ছে ক্রেতাসাধারণ।নয়নপুর এলাকা থেকে আসা নাঈম বলেন, গাজীপুর জেলার সাত দিনের লকডাউন এ শপিং মল খোলা ছিল বলে সে আশায় আজও এসেছিলাম। শপিংমল খোলা না পেয়ে বাসায় ফিরে যাচ্ছি।

[৪] মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজার স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম রতন জানান,সরকারের বিধি-নিষেধ মেনে লকডাউন বাস্তবায়ন করতে শপিং মল বন্ধ রেখেছেন কিন্তু বিধিনিষেধ তোয়াক্কা না করে ক্রেতাসাধারণ ঘরে থাকছেন না। মার্কেটের আশেপাশে ভিড় জমাচ্ছেন তাতে করে রাস্তায় ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এতে করে লকডাউনের বাস্তবায়ন মুখ থুবরে পড়বে। ক্রেতাসাধারণ শপিংয়ে আসার জন্য রিকশা এবং অটোতে ভিড় করছেন। রাস্তায় অসংখ্য সিএনজি, অটো রিক্সা, রিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

[৫] শপিং মল ও রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও মানুষ কেন ঘরমুখী হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়ন করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। রাস্তায় তাদের মোবাইল টিম কাজ করছে। যারা বিধি নিষেধ তোয়াক্কা না করে বাহিরে বের হচ্ছেন তাদেরকে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়