শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে লকডাউনে শপিং মল বন্ধ থাকলেও থেমে নেই ক্রেতা

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বেশিরভাগ শপিংমলগুলো বন্ধ থাকলেও থেমে নেই ক্রেতাগণ। কেনাকাটার উদ্দেশ্যে বাজারমুখী ভিড় জমাচ্ছেন ক্রেতা সাধারণ।

[৩] শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা অভিজাত শপিংমল গুলো বন্ধ থাকায় ফিরে যাচ্ছে ক্রেতাসাধারণ।নয়নপুর এলাকা থেকে আসা নাঈম বলেন, গাজীপুর জেলার সাত দিনের লকডাউন এ শপিং মল খোলা ছিল বলে সে আশায় আজও এসেছিলাম। শপিংমল খোলা না পেয়ে বাসায় ফিরে যাচ্ছি।

[৪] মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজার স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম রতন জানান,সরকারের বিধি-নিষেধ মেনে লকডাউন বাস্তবায়ন করতে শপিং মল বন্ধ রেখেছেন কিন্তু বিধিনিষেধ তোয়াক্কা না করে ক্রেতাসাধারণ ঘরে থাকছেন না। মার্কেটের আশেপাশে ভিড় জমাচ্ছেন তাতে করে রাস্তায় ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এতে করে লকডাউনের বাস্তবায়ন মুখ থুবরে পড়বে। ক্রেতাসাধারণ শপিংয়ে আসার জন্য রিকশা এবং অটোতে ভিড় করছেন। রাস্তায় অসংখ্য সিএনজি, অটো রিক্সা, রিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

[৫] শপিং মল ও রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও মানুষ কেন ঘরমুখী হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়ন করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। রাস্তায় তাদের মোবাইল টিম কাজ করছে। যারা বিধি নিষেধ তোয়াক্কা না করে বাহিরে বের হচ্ছেন তাদেরকে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়