শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন রাজশাহীর ভূমিহীন ও গৃহহীন ৮৫৪ পরিবার

মঈন উদ্দীণ: [২ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন রাজশাহীর ভূমিহীন ও গৃহহীন ৮৫৪ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে সরকারের এই সহায়তা পাচ্ছে অসহায় পরিবারগুলো। এর আগে প্রথম পর্যায় জেলার ৬৯২ পরিবার পেয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। শনিবার (১৯ জুন) দুপুরের দিকে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে রাজশাহী জেলার নয় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৮৫৪ পরিবার জমি ও ঘর পাচ্ছে।

[৩] মূলত ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যক্তা, ষটোর্ধ্ব প্রবীণ ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে জমি ও ঘর পাচ্ছেন। আগামীকাল (২০ জুন) সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

[৪] জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এই ধাপে জেলার পবা উপজেলায় ৫০, মোহনপুরে ৫০, গোদাগাড়ীতে ৪০৩, তানোরে ১০৫, পুঠিয়ায় ১১০, দুর্গাপুরে ১৪, চারঘাটে ১০, বাঘায় ৩৫ এবং বাগমারা উপজেলায় ৭৭টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়