শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক পুলিশ আমরা একসঙ্গে ছিলাম, আছি থাকব: পাথরঘাটার ওসি

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মিলিত হন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।

[৩] বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি চৌধুরী মো. ফারুক সভাপতির বক্তৃতায় ওসি আবুল বাশারকে তার কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানা।

[৪] ওসি আবুল বাশার তার বক্তেব্যে বলেন, আপনারা থানায় আসবেন, সাধারণ মানুষ যাতে নির্যাতিত না হয় সে বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। পাথরঘাটা থেকে মাদক নির্মূল করা হবে।

[৫] হরিণ পাচারকারী সম্পর্কে তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের মূল উৎপাটন করা হবে। পাথরঘাটায় জমিজমাসংক্রান্ত অনেক ঘটনা আছে, সাধ্যমত আমরা তাদের সেবা দিয়ে যাব। আমি আইনের ঊর্ধ্বে নই। অন্যায় করলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। তবে সবসময় যোগাযোগ রাখবেন। মান অভিমান হতে পারে। আপনারা অভিমান করে ঘরে বসে থাকবেন না, আমাকে জানাবেন। আমি চাই না পাথরঘাটা থাকাকালীন আপনাদের সঙ্গে আমার ভুল-বোঝাবুঝি হোক। সাংবাদিক পুলিশ আমরা একসঙ্গে ছিলাম, আছি থাকব। দেশের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চাই।

[৬] এসময় আরো বক্তব্য রাখেন প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সহেল, বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার, মানবজমিনের পাথরঘাটা প্রতিনিধি জাকির হোসেন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

[৭] অন্যান্যদের মধ্যে আরো ‌উপস্থিত ছিলেন- পাথরঘাটা থানায় নবাগত ওসি তদন্ত সঞ্জয় মজুমদার ও সাব-ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) রাজেত আলি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়