শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তায় মাটি ফেলায় জলাবদ্ধতা জনদুর্ভোগ সৃষ্টি

মোতাহার খান:[২] গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জৈনা বাজার এলাকার আশা রোডে সামনের রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ।রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বৃষ্টির পানি জমে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে ।

[৩] সড়কে জলাবদ্ধতার এই বেহাল দশায় স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ।এই সড়কে জমে থাকা নোংড়া পানি দিয়ে চলাচল করতে হয় পোশাক শ্রমিক থেকে শুরু করে স্কুলের কোমলমতি শিশুসহ মসজিদের মুসল্লিদের।

[৪] স্থানীয়রা জানান, সড়কের মাথায় মাটি ফেলার কারনে দুই পাশের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। রিকশা বা অটোরিকশা নিয়ে চলাচলের সময় শিক্ষার্থীসহ পথচারীদের শরীরে ছিটে যাচ্ছে কাদা- নোংড়া পানি। নষ্ট হচ্ছে জামা কাপড়, বইপত্র, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র।

[৫] তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, এই রাস্তাটি ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ইটের সলিং করে দেওয়া হয়েছে। এর সাথে সংযোগ সড়কটি গাজীপুর ইউনিয়ন পরিষদের। এই সড়কের মাথায় মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

[৬] এই বিষয়ে সাবেক চেয়ারম্যান বলেন, এটা আমার নিজস্ব সম্পত্তি আমার জায়গাতে আমি মাটি ফেলেছি।আমার জায়গা দিয়ে আমি পানি আসতে দিব না।

[৭] গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই সরেজমিনে লোক পাঠানো হবে। রাস্তাটির গাজীপুর ইউনিয়ন পরিষদের হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

[৮] শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারী জানান, মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা কারো অধিকার নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়