শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেতে মরিয়া ডিআইজি মিজান, সাহেদ, সাবরীনারা

মিনহাজুল আবেদীন: [২] সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন নিতে মরিয়া দেশের আলোচিত সমালোচিত মামলার আসামিরা। কিন্তু হাইকোর্টে এক বেঞ্চে খারিজ হয়ে গেলে আরেক বেঞ্চে জামিন আবেদন করছে আসামিরা। তবে মিলছে না জামিন।

[৩] তথ্য মতে, পুলিশের বরখাস্ত ডিআইজি মিজান, ঠিকাদার গোল্ডেন মনির, রিজেন্টের শাহেদ, ডা. সাবরীনা, ধর্ষণ মামলার আসামি তুফান সরকার, মেজর সিনহা হত্যা মামলার দুই আসামি জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় দুই আসামি পুলিশের সোর্স মোহাম্মদ আজিজ ও রুবেল শর্মাকে জামিন দেননি হাইকোর্ট। দুই মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজান জামিন চেয়েছেন একাধিক বার। রাজধানীর বাড্ডা বিতর্কিত ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরও একাধিক বেঞ্চে জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন। আলোচিত রিজেন্টের চেয়ারম্যান সাহেদের জামিন আবেদন একাধিক বার খারিজ করে দিয়েছে হাইকোর্টের দুইটি বেঞ্চ।

[৪] শনিবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী বলেন, এই ধরনের সন্ত্রাসীরা জেল থেকে বেড়িয়ে যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে তার জন্য আইনগতভাবে যতো ব্যবস্থা নেয়া যায় তা নেয়া হবে। সিকিউর আবেদনের মাধ্যমে বিভিন্ন দাগী আসামিদের জামিন বাতিল করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার ব্যবস্থা করছি।

[৫] তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থেই জামিনের বিরোধিতা করছে রাষ্ট্রপক্ষ।

[৬] ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ বলেন, চোরাকারবারী, মাদক পাচারকারী এরকম কিছু ভয়ঙ্কর আসামি জেলে আছে। বর্তমানে করোনার দোহাই দিয়ে তারা জামিন পেতে মরিয়া হয়ে উঠেছে। এধরনের আসামিরা যাতে জামিন পেতে না পারে এই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়