শিরোনাম
◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেতে মরিয়া ডিআইজি মিজান, সাহেদ, সাবরীনারা

মিনহাজুল আবেদীন: [২] সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন নিতে মরিয়া দেশের আলোচিত সমালোচিত মামলার আসামিরা। কিন্তু হাইকোর্টে এক বেঞ্চে খারিজ হয়ে গেলে আরেক বেঞ্চে জামিন আবেদন করছে আসামিরা। তবে মিলছে না জামিন।

[৩] তথ্য মতে, পুলিশের বরখাস্ত ডিআইজি মিজান, ঠিকাদার গোল্ডেন মনির, রিজেন্টের শাহেদ, ডা. সাবরীনা, ধর্ষণ মামলার আসামি তুফান সরকার, মেজর সিনহা হত্যা মামলার দুই আসামি জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় দুই আসামি পুলিশের সোর্স মোহাম্মদ আজিজ ও রুবেল শর্মাকে জামিন দেননি হাইকোর্ট। দুই মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজান জামিন চেয়েছেন একাধিক বার। রাজধানীর বাড্ডা বিতর্কিত ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরও একাধিক বেঞ্চে জামিন চেয়ে ব্যর্থ হয়েছেন। আলোচিত রিজেন্টের চেয়ারম্যান সাহেদের জামিন আবেদন একাধিক বার খারিজ করে দিয়েছে হাইকোর্টের দুইটি বেঞ্চ।

[৪] শনিবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী বলেন, এই ধরনের সন্ত্রাসীরা জেল থেকে বেড়িয়ে যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে তার জন্য আইনগতভাবে যতো ব্যবস্থা নেয়া যায় তা নেয়া হবে। সিকিউর আবেদনের মাধ্যমে বিভিন্ন দাগী আসামিদের জামিন বাতিল করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার ব্যবস্থা করছি।

[৫] তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থেই জামিনের বিরোধিতা করছে রাষ্ট্রপক্ষ।

[৬] ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ বলেন, চোরাকারবারী, মাদক পাচারকারী এরকম কিছু ভয়ঙ্কর আসামি জেলে আছে। বর্তমানে করোনার দোহাই দিয়ে তারা জামিন পেতে মরিয়া হয়ে উঠেছে। এধরনের আসামিরা যাতে জামিন পেতে না পারে এই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়