রুবেল মজুমদার: [২] কুমিল্লা-৫ ( বুড়িচং-বি পাড়া) সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন এড. আবুল হাশেম খান।
[৩] শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা শেষে হাশেম খানের নাম ঘোষণা করা হয়।অ্যাড. আবুল হাশেম খান বর্তমান বুড়িচং উপজেলার ‘লীগের সভাপতি।
[৪] তিনি জেলা কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতিও ছিলেন।বিগত সময়ে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতিক পেয়ে দলের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
[৫] উল্লেখ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে।২২ এপ্রিল সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।
[৬] এর আগে গত ১৬ মার্চ সকালে করোনাভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি । সম্পাদনা: জেরিন আহমেদ