শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১০:৫২ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগাছায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ

আফরোজা সরকার: [২] রংপুরের পীরগাছায় এক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) দুপুরে তাদের জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৩] আটকৃতরা হলেন- পীরগাছা উপজেলার হাসনা গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রেজা (৪০), ফজলুল হক (৪২), আমজাদ হোসেনের ছেলে আজাদুল ইসলাম (২৮), বড় হায়াৎখা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩২),আবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (২৬), ইউসুফ আলীর ছেলে জালাল উদ্দিন (২৮), আব্দুল মজিদের ছেলে শিপন মিয়া (২৮), আফতাব উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (৫৫)।

[৪] পীরগাছা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়হায়াৎখা গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে এক ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করা হলেও আরও ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে উদ্ধার করা হয় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম। এ ঘটনায় শুক্রবার দুপুরে পীরগাছা থানায় একটি মামলা দায়ের হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

[৫] পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় পীরগাছা উপজেলায় জুয়া খেলা শুরু করেছে। তবে জুয়া ও মাদক বন্ধে পীরগাছায় বিশেষ অভিযান চলানো হচ্ছে। উপজেলার কোথাও মদ ও জুয়া খেলতে দেয়া হবে না। জুয়া খেলা হলে আপনারা থানায় খবর দিবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়