রাকিবুল আবির: [২] দেশটির দক্ষিণাঞ্চলে গোয়ানজু শহরে একটি ৫ তলা ভবন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর ধ্বসে পরে। ঘটনাস্থলে নিহত হয় অন্তত ৯জন। গুরুতর আহত হয় আরও ৮ জন। বিবিসি নিউজ
[৪] ফায়ার সার্ভিস জানায়, বাসটি ১৭ জন যাত্রী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ভবন ধ্বসের কারণ এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারী একটি দল ভবনের নিচে চাপা পরা ব্যক্তিদের উদ্ধার শুরু করে। রয়টার্স
[৫] ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম সিওক সান জানান, ভবন ধ্বসের আগেই সব কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। কিছু শ্রমিক তদন্তকারীদের জানায়, ভবন ধ্বসের আগে তারা পথচারীদের চলাফেরা বন্ধ করে দিয়েছিল।
[৬] এর আগে ১৯৯৫ সালে দেশটিতে একটি ভবন ধ্বসে নিহত হয়েছিল ৫ শতাধিক মানুষ। সম্পাদনা : রাশিদ