ইব্রাহীম খলিল : [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাছ রান্না করে বিক্রি করায় নবীনগর সদর বাজারে ভাই ভাই হোটেলে মোবাইল কোর্টে জরিমানা
করলেন এসিল্যান্ড ইকবাল হাসান।
[৩] সোমবার দুপুরে একজন ভোক্তার দেয়া সংবাদের প্রেক্ষিতে নবীনগর থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় উক্ত হোটেলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত হোটেল মালিক তার অপরাধ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর মাছের তরকারি ধ্বংস করা হয়।
[৪] এসিল্যান্ড ইকবাল হাসান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।