জুয়েল রানা: [২] এফবিআই দাবি করছে, রাশিয়ার আরইভেল নামক একটি সংগঠন যা সোদিকনবি নামেও পরিচিত, মাংসের কারখানা জেবিএসে সাইবার হামলার জন্য দায়ী। আরইভেল বিশ্বের অন্যতম ভয়ানক অপরাধীদের খোয়াড় হিসেবে পরিচিত। বিবিসি
[৩] এফবিআইয়ের তদন্তে বলা হয়েছে, তারা ক্রমাগত এই বিষয়টির ওপর নজর রেখে যাচ্ছে, যেনো জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা যায়।
[৪] এই হামলায় মুক্তিপণস্বরূপ কোনো অর্থ দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে এর জন্য আপাতত যুক্তরাষ্ট্র ,কানাডা ও অস্ট্রেলিয়াতে জেবিএসের কার্যক্রম স্থগিত রয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী