শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের সেই শিশুর ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত

ঝিনাইদহ প্রতিনিধি : [২] জেলার কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে ধর্ষিত ৬ বছরের শিশুর ডাক্তারী পরীক্ষা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। ৩ সদস্যের নারী মেডিকেল বোর্ড শিশুটির বয়স ও ডাক্তারী পরীক্ষা করেন। ডাক্তারী পরীক্ষায় শিশুটি ধর্ষিত হয়েছে বলে চিকিৎসকরা মত দেন।

[৩] ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে ডাঃ মুসলিমা ও ডাঃ ফালগুনি মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ ডেন্টাল বিভাগের এক নারী মেডিকেল এসিসটেন্ট জানান, শিশুটিকে ধর্ষনের আলামত পাওয়া গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতটুকু একটি শিশুকে কি ভাবে নির্যাতন করলো নরপশু।

[৪] এদিকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার সুবিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষক সেলিম ও টাকা নিয়ে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর শাস্তির দাবীতে সোচ্চার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

[৫] উল্লেখ্য গত শুক্রবার মায়ের জন্য প্রতিবেশি এক দাদার বাড়িতে পান আনতে গিয়ে ধর্ষিত হয় ৬ বছরের শিশু। বিষয়টি স্থানীয় ১১ নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে জানালে তিনি শিশুটির যৌনাঙ্গে হাত দিয়ে বলেন, ধর্ষনের কোন আলামত মেলেনি।

[৬] এরপর পরিষদে সালিশ বসিয়ে ধর্ষক সেলিমকে ৮০ হাজার টাকা জরিমানা করেন এবং ৫০ হাজার টাকা আদায় করে আত্মসাৎ করেন। চেয়ারম্যানের এই অভিনব ধর্ষন পরীক্ষার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে এবং কালীগঞ্জ থানা পুলিশ শিশুকে উদ্ধার ও বুধবার ভোরে ধর্ষক সেলিমকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়