শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একনেক মিটিং-এ লক্ষ্মীপুরে নদী বাঁধ প্রকল্প পাশের দাবিতে মানববন্ধন

আমজাদ হোসেন:[২] আগামী পহেলা জুন অনুষ্ঠিতব্য একনেক মিটিং-এ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা দুটিকে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে বাঁচাতে নদী বাঁধ প্রকল্প পাশের দাবী নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

[৩] সোমবার (৩১ মে) সকালে রামগতি ও কমলনগর বাঁচাও মঞ্চ এর ব্যানারে স্থানীয় মাতাব্বর হাট এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মঞ্চের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ফলোয়ান, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ওয়াজি উল্যা জুয়েল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল, চেয়ারম্যান হারুন অর রশিদ, প্রেস ক্লাবের সম্পাদক ইউছুফ আলী মিঠু, রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ।

[৪] মানববন্ধনে বক্তারা দাবী করেন, মেঘনার ভয়াবহ ভাঙ্গনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে নি:স্ব হয়ে পড়েছে এ দু’উপজেলার লাখো মানুষ। এখনো মেঘনার ভাঙ্গণ অব্যাহত রয়েছে। যে কোন প্রাকৃতিক দূর্যোগে জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এসময় নিম্ন অন্চলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করেন। গত ঘূর্ণিঝড় ইয়াসেও ব্যাপক প্রভাব পড়েছে।

[৫] এ দুই উপজেলার মেঘনার তীর এলাকার ৩১ কিলোমিটারে কোন বাঁধ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা টেকসই বাঁধ নির্মাণের দাবী জানান। এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের মেঘনার ভাঙ্গন রোধে ৩ হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেক সভায় অনুমোদন পেলেই টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়