শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে অধ্যক্ষকে মারপিট ঘটনায় ৬ জনের নামে মামলা, গ্রেপ্তার এক

জিল্লুর রয়েল:[২] বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার এডহক কমিটি নিয়ে বিরোধের জেরধরে অধ্যক্ষকে মারপিট ঘটনায় ৬ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। ২৬ মে থানায় মামলাটি দায়ের করেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন।

[৩] জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি পদে তারেক হোসেন ও নাজমুস সায়াদাত প্রার্থী হন। ২ এপ্রিল সভাপতি ও পূর্ণাঙ্গ এডহক কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে কাগজপত্র প্রেরণ করা হয়।

[৪] সেখানে এডহক কমিটির সভাপতি পদে তারেক হোসেন ও নাজমুস সায়াদাতের নাম দেওয়া হয়েছিলো। ২৪ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ড নাজমুস সায়াদাতকে সভাপতি করে পূর্ণাঙ্গ এডহক কমিটি অনুমোদন করে দেন। এতে তারেক হোসেন ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠে।

[৫] এর একপর্যায়ে ২৬ মে বেলা আনুমানিক আড়াইটার সময় ভূস্কুর গ্রামে একটি মুদির দোকানের সামনে তারেক হোসেন ও তার ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাছেদ দলবল নিয়ে অধ্যক্ষ মোশাররফ হোসেনকে মারপিট করে।

[৬] এ ঘটনার খবর পেয়ে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে আব্দুল বাছেদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অধ্যক্ষ মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় ৬ জনের নামে একটি মামলা দায়ের করে।

[৭] সেই মামলায় তারেক হোসেন, মুনির হোসেন, আব্দুল বাছেদ, বাদশা মিয়া, সাইফুল ইসলাম ও আব্দুল হালিমকে আসামী করা হয়েছে। ২৭ মে থানা পুলিশ গ্রেপ্তারকৃত আব্দুল বাছেদকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এসআই চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়