শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না: ওবায়দুল কাদের

আনিস তপন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক, এটা সরকার চায় না। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়, এটা আমরা বিশ্বাস করি।

[৩] তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন। এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে।

[৪] তিনি আরও বলেন, রোজিনা ইস্যুকে কেন্দ্র করে যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে। রাষ্ট্রবিরোধী মামলাও করেছে তারাই এখন মায়াকান্না করছে। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। সরকার এমন কোনো কিছু করবে না, যাতে সাংবাদিকদের বিরুদ্ধে যায়।

[৫] মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

[৬] বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে ডাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। কবি নজরুল আমাদের মাঝে নেই। আমাদের মুক্তিযুদ্ধে কবি নজরুল ছিলেন অনুপ্রেরণার উৎস। তার গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি জুগিয়েছে। তিনি প্রেম ও দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি। অসাম্প্রদায়িকতার ও গণমানুষের কবি। আওয়ামী লীগের পক্ষ থেকে এ মহান কবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়