রাজু চৌধুরী: [২] ইয়াবা ও এক সহযোগীসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাচ্চু প্রকাশ বাচ্চুইয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] শুক্রবার (২১ মে) ডবলমুরিং থানা পুলিশ জানায় আগের দিন গভীর রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী ও মুহুরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাচ্চুইয়া মুহুরীপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া তার অপর সহযোগী রুবেল।
[৪] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বাচ্চু মুহুরীপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে টেকনাফ থেকে ইয়াবা এনে বিক্রি করত। আর তার এসবে সহযোগিতা করে রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাকা রুবেলকে ৫০ পিস ইয়াবাসহ চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গ্রেপ্তার করা হয় বাচ্চুকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ইয়াবা। বাচ্চুর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন। তাদের বিরুদ্ধে ইয়াবা উদ্ধার সংক্রান্ত ২ টি মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি