শিরোনাম
◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১২:৫৪ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের পরই ধরা পড়ল বিপজ্জনক ‘হোয়াইট ফাঙ্গাস’

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের পাশাপাশি ‘ব্ল্যাক ফাঙ্গাস’-এর সংক্রমণের জন্য বেশ চিন্তায় ভারতের চিকিৎসকরা। আবার তার মধ্যেই দেখা দিলো ‘হোয়াইট ফাঙ্গাস’। বৃহস্পতিবার (২০ মে) জানা গেছে, দেশটির বিহারে ৪ জন শনাক্ত হয়েছেন এই ফাঙ্গাসে। চিকিৎসকদের একাংশ দাবি করছেন ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও অধিক বিপজ্জনক হতে পারে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণটি।

বৃহস্পতিবার (২০ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাস শুধু মাত্র মুখের আশপাশের অঙ্গগুলিতে সংক্রমিত হয়। কিন্তু এই হোয়াইট ফাঙ্গাস দ্রুত সময়ে অন্য সকল অঙ্গে বিস্তার করে। এটি ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গসহ সকল অঙ্গে খুবই দ্রুত বিস্তার করতে পারে। নখের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়াতে পারে। পরে অঙ্গগুলিকে বিকলও করতে পারে।

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মৃত্যুর হার অনেক বেশি। এখনো হোয়াইট ফাঙ্গাস সংক্রমণে মৃত্যুর বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দ্রুত শরীরে বিস্তার করার প্রবণতা দেখে বিশেষজ্ঞদের ধারণা এটি আরও অধিক বিপজ্জনক হতে পারে।

এদিকে বিহারে যে ৪ জনের মধ্যে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণ পাওয়া গেছে তাদের করোনার উপসর্গ থাকার পরও পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এর পেছনে হোয়াইট ফাঙ্গাসের কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি আক্রান্ত করতে পারে। এ কারণে যথা সম্ভব দ্রুত এই সংক্রমণ সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়