শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১২:৫৪ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের পরই ধরা পড়ল বিপজ্জনক ‘হোয়াইট ফাঙ্গাস’

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের পাশাপাশি ‘ব্ল্যাক ফাঙ্গাস’-এর সংক্রমণের জন্য বেশ চিন্তায় ভারতের চিকিৎসকরা। আবার তার মধ্যেই দেখা দিলো ‘হোয়াইট ফাঙ্গাস’। বৃহস্পতিবার (২০ মে) জানা গেছে, দেশটির বিহারে ৪ জন শনাক্ত হয়েছেন এই ফাঙ্গাসে। চিকিৎসকদের একাংশ দাবি করছেন ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও অধিক বিপজ্জনক হতে পারে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণটি।

বৃহস্পতিবার (২০ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাস শুধু মাত্র মুখের আশপাশের অঙ্গগুলিতে সংক্রমিত হয়। কিন্তু এই হোয়াইট ফাঙ্গাস দ্রুত সময়ে অন্য সকল অঙ্গে বিস্তার করে। এটি ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গসহ সকল অঙ্গে খুবই দ্রুত বিস্তার করতে পারে। নখের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়াতে পারে। পরে অঙ্গগুলিকে বিকলও করতে পারে।

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মৃত্যুর হার অনেক বেশি। এখনো হোয়াইট ফাঙ্গাস সংক্রমণে মৃত্যুর বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দ্রুত শরীরে বিস্তার করার প্রবণতা দেখে বিশেষজ্ঞদের ধারণা এটি আরও অধিক বিপজ্জনক হতে পারে।

এদিকে বিহারে যে ৪ জনের মধ্যে হোয়াইট ফাঙ্গাস সংক্রমণ পাওয়া গেছে তাদের করোনার উপসর্গ থাকার পরও পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এর পেছনে হোয়াইট ফাঙ্গাসের কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি আক্রান্ত করতে পারে। এ কারণে যথা সম্ভব দ্রুত এই সংক্রমণ সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়