সাইফুল ইসলাম:[২] টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে যাত্রীবহনকারী একটি হাইচ ধাক্কা দিলে হাইসের চালক ও হেলপারসহ তিনজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় একজন যাত্রী আহতও হয়েছেন।
[৩] বুধবার (১৯ মে) সকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনঃ হাইচের চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা ওরফে শামীম (২৮) । অপর যাত্রী মীমকে (২৪) গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম ও আহত মীম স্বামী-স্ত্রী। তাদের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়।
[৪] পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে বাড়ি থেকে শামীম স্ত্রী মীমকে সঙ্গে নিয়ে কর্মস্থল বি-বাড়িয়া যাচ্ছিলেন। সকালে তাদের বহনকারী হাইচ মহাসড়কের ওইস্থানে পৌছালে পূর্বে থেকে ওই স্থানে থেমে থাকা একটি কাভার্ড ভ্যান এর পিছনে ধাক্কা মারে।
[৫] এতে হাইয়ের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হাইচের চালক ও হেলপারসহ শামীম নিহত হন এবং স্ত্রী মীম গুরুতর আহত হন। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে আহত মীমকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।পরে দূর্ঘটনা কবলিত হাইচ ও কাভার্ড ভ্যান মহাসড়ক থেকে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।
[৬] গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।সম্পাদনা:অনন্যা আফরিন