শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৩:৪৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর আম ঢাকায় আসতে খরচ মাত্র এক টাকা

নিউজ ডেস্ক: এ বছরও পশ্চিমাঞ্চল রেলওয়ের পাঁচটি মালগাড়ী (ওয়াগন) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী ঢাকার রুটে চালু হতে যাচ্ছে একটি ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আম চাষি ও ব্যবসায়ীরা রাজশাহী থেকে মাত্র ১ টাকা ১৭ পয়সায় আম পাঠাতে পারবেন ঢাকায়। আরটিভি

প্রতিটি ওয়াগনের ধারণ ক্ষমতা ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন। কাঁচা বা আধপাকা আম অতিরিক্ত গরম ও চাপে যেন নষ্ট না হয় সেই জন্য ওয়াগনে ধারণক্ষমতার থেকে কম পরিমাণে আম বহন করা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালুর জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৫ মে বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের জন্য এবারও বিশেষ একটি ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় এর নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-২’ এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার সময় নাম হবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’। সপ্তাহের প্রতিদিনই চলবে ট্রেনটি।

জানা গেছে, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছাড়বে। রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এখানে পণ্য তোলার জন্য ট্রেনটি ৩০ মিনিট অবস্থান করবে। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করবে। ঢাকায় ট্রেনটি পৌঁছাবে রাত ২টায়। তারপর রাত ২টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকা ছেড়ে যাবে। রাজশাহী পৌঁছাবে সকাল ৮টা ৩৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রওনা হবে ট্রেনটি। সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়