শিরোনাম
◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিক্সিংয়ের কলঙ্কিত অতীত টেনে বাটকে ভনের খোঁচা

স্পোর্টস ডেস্ক: [২] সম্প্রতি বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে তুলনা করে মাইকেল ভনের করা মন্তব্যকে ‘অপ্রাসঙ্গিক’ উল্লেখ করেছিলেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়কের এমন বক্তব্য ক্ষমার দৃষ্টিতে দেখেননি ভন। বাটের ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্কিত অতীত টেনে তাকে খোঁচালেন সাবেক ইংলিশ অধিনায়ক।

[৩] এক সাক্ষাৎকারে ভন বলেছিলেন, উইলিয়ামসন যদি ভারতীয় হতেন তাহলে তাকেই সবাই বিশ্বসেরা ব্যাটসম্যান বলতো। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থক বেশি থাকার কারণেই কেবল কোহলিকে সেরা মনে করা হয়। ভনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাট হস্তক্ষেপ করেন অনাহুতের মতোই। তার মতে, বিতর্ক তুলতেই মাঝেমধ্যে এমন সব উল্টোপাল্টা কথা বলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান।

[৪] এছাড়া কোহলির ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির বিপরীতে ভনের যে ওয়ানডেতে একটিও সেঞ্চুরি নেই সেটাও মনে করিয়ে দেন বাট। তার এই মন্তব্যেই চটেছেন ভন। টুইটে তিনি লিখেছেন, সালমান আমাকে নিয়ে যা বলেছে তা আমি দেখেছি। ভালো, সে তার মতামত দিতেই পারে। কিন্তু আরও ভালো হতো যদি ২০১০ সালে ম্যাচ ফিক্সিং করার সময় তার মনে এমন স্বচ্ছতা থাকতো।

[৫] শুধু টুইটারেই নয়, ভন তার অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকেও। নিজের অফিসিয়াল পেইজে তিনি বাটকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি বলতে ভুলে গেছো যে আমি একজন ম্যাচ ফিক্সার ছিলাম না। কিছু মানুষের মতো আমাদের সেরা খেলাটাকে কলুষিত করিনি।

[৬] ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বাট। ওই সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ১০ বছর ক্রিকেটে নিষিদ্ধ করা হয় তাকে, যার মধ্যে পাঁচ বছর ছিল স্থগিতাদেশ নিষেধাজ্ঞা।

[৭] ২০১১ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত হয়ে জেলে যেতে হয়েছিল বাটকে এবং মুক্ত হন পরের বছরের জুনে। ২০১৫ সালের আগস্টে তার নিষেধাজ্ঞা শেষ হয়। তারপর ক্রিকেটে ফিরে কায়েদ ই আজম ওয়ানডে কাপসহ ঘরোয়া টুর্নামেন্টে ঝলমলে পারফরম্যান্স করলেও ডাক পাননি জাতীয় দলে।- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়