বাশার নূরু: [২] করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রয়েছে। তবে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে স্থলবন্দর দিয়ে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে পারছেন।
[৩] সরকারের ঘোষণা অনুযায়ী রোববার থেকে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা ৬ স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। এদিন ভারতের বিভিন্ন মিশন থেকে এনওসি ইস্যু চালু হয়েছে।
[৪] পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঈদের পর রোববার থেকে বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, হিলি, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশিরা ভারত থেকে ফিরতে শুরু করেছেন। তবে দেশে প্রবেশ করা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। আর করোনা শনাক্তদের রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। দেশে আসা মানুষদের জন্য যাতে সংক্রমণ ঝুঁকি তৈরি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
[৫] ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। তবে করোনা প্রকোপ অব্যাহত থাকায় ১০ থেকে ২৩ মে আরও ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। - রাইজিংবিডি