ময়মনসিংহ প্রতিনিধি: [২] জেলার নান্দাইলে গরুর শিংয়ের গুতোয় প্রাণ গেল মো. মোস্তুফা (৪২) নামে এক ব্যক্তির। তিনি চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে।
[৩] স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, ঈদের দিন হওয়ায় খুব সকালে ঘুম থেকে ওঠেন মোস্তুফা। সকল গৃহস্থলীর কাজকর্ম সেরে প্রস্তুতি নিচ্ছিলেন ঈদের জামাত পড়ার জন্য।
[৪] নিহত মোস্তুফার চাচাতো ভাই মাসুম মিয়া জানান, সকাল ৯টার দিকে তার ভাই মোস্তুফা নিজের গরুকে নিয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে যান গোসল করানোর জন্য। এ সময় ষাড় গরুটি হঠাৎ উত্তেজিত হয়ে তেড়ে গিয়ে গুতো দেয়। এতে তিনি পুকুরে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপরে উঠালে এর আগেই তার প্রাণ চলে যায়। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। সম্পাদনা: জেরিন আহমেদ