দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় অসহায় ও দরিদ্র তিন হাজার ৮১ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ (জি.আর) বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌরসভা চত্বরে এ বিতরন কার্যত্রুমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আলা উদ্দিন। এসময় জনপ্রতি ৪৫০ টাকা করে দেওয়া হয়।
[৩] বিতরনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল পৌর সচিব মো. তোহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী নওশাদ আলম, সংশ্লিষ্ট সকল ওয়ার্ড কাউন্সিলগন সহ স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।
[৪] এসময় দুর্গাপুর পৌরসভার মেয়র মোঃ আলা উদ্দিন বলেন, সরকার সব সময় গরীব অসহায় ও নিন্ম আয়ের মানুষদের সহযোগীতা কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর এ উপহার দরিদ্র মানুষদের উপকারে আসবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী