স্পোর্টস ডেস্ক : এতো বড় কথা। ভারতীয় ক্রিকেটাররা নাকি জঙ্গি। এত বড় কথা বলে ফেলেছেন মহসিন নকভির ঘনিষ্ঠ সিন্ধ প্রদেশের গভর্নর কামরান টেসরি। তিনি দাবি করেছেন, জঙ্গি সামলানোর মতো করে ভারতীয় দলকে সামলেছেন মহসিন নকভি। তাঁর এই বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে পাক বোর্ডের চেয়ারম্যান এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য এখনও অবধি করেননি।
প্রসঙ্গত, এশিয়া কাপে টানা তিন বার ভারত হারায় পাকিস্তানকে। প্রথমে গ্রুপ লিগ। এরপর সুপার ফোর। তারপর ফাইনাল। কিন্তু একবারও ভারতীয় দল হ্যান্ডশেক করেনি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। যা নিয়ে তীব্র বিতর্ক হয়। --- আজকাল
এমনকী ভারতীয় দল এটাও জানিয়ে দিয়েছিল যে চ্যাম্পিয়ন হলে কোনওভাবেই মহসিন নকভির থেকে ট্রফি নেবে না ভারত। আর সূর্যরা ট্রফি নেনওনি। আর নকভিও ট্রফি দেওয়ার জন্য নাছোড়বান্দা ছিলেন। কিন্তু ভারতীয় দলের বক্তব্য ছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য কোনও আধিকারিক ট্রফি দিন। কিন্তু তা হয়নি। নকভি ট্রফি নিয়ে রীতিমতো ‘হাওয়া’ হয়ে যান। পরে জানা যায় এসিসির সদর দপ্তরে সেই ট্রফি রাখা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বারবার অনুরোধ করলেও ট্রফি ভারতে পাঠানো হয়নি। যা নিয়ে এবার আইসিসির সভায় ঝড় তুলতে পারে বোর্ড প্রতিনিধি।
এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক ভিডিওটি। সেখানে দেখা যায়, কোনও এক জায়গায় গিয়েছেন নকভি। পিসিবি চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে রয়েছেন সিন্ধ প্রদেশের গভর্নর।
তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, সেগুলোই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওই কথা শুনে প্রতিবাদ করা তো দূর, হাসিমুখে শুনছিলেন নকভি। তিনি বলেন, ‘নকভি মাঠে দাঁড়িয়েছিলেন।
ভারতীয় দল সিদ্ধান্ত নেয় যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না। তা সত্ত্বেও অত্যন্ত শান্তভাবে অপেক্ষা করেন নকভি। ভারতীয় দল চেয়েছিল নকভি চলে গেলে অন্য কারওর থেকে ট্রফি নেবে। কিন্তু আমাদের চেয়ারম্যান তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় দলকে একেবারে জঙ্গি সামলানোর কায়দায় সামলে নিয়েছেন। ট্রফি নিয়ে চলে গিয়েছেন। এখন গোটা ভারত ট্রফির পিছনে ছুটছে।’ এই বিস্ফোরক মন্তব্যের পরে এখন আবার শোনা যাচ্ছে, দুবাইয়ের অফিস থেকে নাকি এশিয়া কাপ ট্রফি লুকিয়ে ফেলেছেন নকভি।