শিরোনাম
◈ পুতিনের উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার যে সুখবর দিলেন ◈ শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই: রুমিন ফারহানা (ভিডিও) ◈ প্লে-অফে জয় পে‌লো ইন্টার মায়ামি, মে‌সির জোড়া গোল ◈ চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (অডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশকে আমন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ফেসবুকের জনপ্রিয় ব্যঙ্গাত্মক পাতা ‘সুইজারল্যান্ড প্রবাসী’র নেপথ্যে আসলে কারা? ◈ ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও) ◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো

স্পোর্টস ডেস্ক :  অনুমতি দিতে রাজি নয় সরকার। আর তা নিয়ে জল্পনা ছিল। এবার তাতে সিলমোহর দিয়ে ভারতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। 

২৮ নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তাতে অংশগ্রহণ করবে না জুনিয়র পাক দল। এর আগে হকি এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছিল তারা। এবার সেদেশের সরকারের সঙ্গে আলোচনার পর জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাকিস্তান দল।

পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ বলেছেন, ‘‌বর্তমান পরিস্থিতি অনুকূল নয়। এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি। মহসিন নকভির কাছ থেকে ট্রফি পর্যন্ত নিতে চায়নি। যা লজ্জাজনক। 

এই আচরণ থেকেই বোঝা যায়, আমাদের প্রতি ওদের মনোভাব।’‌ প্রসঙ্গত, গ্রুপ বি’তে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তানও।

পাকিস্তান হকি ফেডারেশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‌সরকার এবং পাকিস্তান স্পোর্টস বোর্ডের পরামর্শ চেয়েছিলাম আমরা। 

দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অস্থির। নিরাপত্তা সংক্রান্ত কারণে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’‌ তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল ভারতের মাটিতে কি খেলতে আসবে পাক দল? হকি এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার পর ভবিতব্য ছিল, জুনিয়র বিশ্বকাপ থেকেও হয়তো দল তুলে নেবে পাকিস্তান। 

এবার তাতে সিলমোহর দিয়ে বিশ্বকাপও বয়কট করল তারা। মোট ২৪ দল জুনিয়র বিশ্বকাপ খেলার কথা। এর মধ্যে ২৩টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল। কিন্তু পাকিস্তান বেঁকে বসল। পরিবর্ত হিসাবে অন্য কোনও দলকে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়