শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৮ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন নারীকে এক বছর আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবাসায় বাধ্য : সংঘবদ্ধ ২ প্রতারক আটক

রিয়াজুর রহমান রিয়াজ : চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাহ্মনবাড়িয়া ও ভোলার থেকে ৩ নারীকে চট্টগ্রামের বন্দর থানা এলাকার একটি বাসায় এক বৎসর যাবত জোর পূর্বক আটকে রেখে পতিতা বৃত্তি করতে বাধ্য করার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (৩ মে) বিকেল ৩টায় বন্দর এলাকার আলী মাঝির পাড়ার ফারুক কলোনীর মোজ্জাম্মেলের বাসা থেকে তাদের আটক করে র‌্যাব-৭ পতেঙ্গা।

আটককৃতরা হলেন– বন্দর থানার দক্ষিণ মধ্যম আলী রোডের আলী মাঝির পাড়ার ফারুক কলোনীর মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) এবং একই এলাকার সাহাবুদ্দিন জমিদারের বাড়ির আমজাদ আলী খাঁর ছেলে মো. আমির (৪৫)।

চট্টগ্রাম র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আমরা গোপন সূত্রে খবর পায় যে, সংঘবদ্ধ প্রতারকচক্রটি ব্রাক্ষণবাড়িয়া ও ভোলার তিন নারীকে আটকে রাখে। মূলত চাকরির প্রলোভন দেখিয়ে ১ বছর ধরে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করে। অন্যথায় তাদের প্রাণনাশের হুমকি দেয়। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে আটক করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে তিন নারীকে।

আটক দুই প্রতারকের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়