মাহিন সরকার: [২] থার্ডম্যান অঞ্চল দিয়ে অহেতুক কাট করতে গিয়ে উইকেট বিলিয়ে আসলেন মুমিনুল। শান্তর মতো বোল্ড হয়ে ৩২ রানে ফেরেন সাজঘরে। তার আউটে আরও বিপাকে বাংলাদেশ। ৪৮ বলে ৪টি চারে ইনিংসটি সাজিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
[৩] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ১৪২/৪ (মুশফিকুর ২০*, লিটন ৩*) ; প্রথম ইনিংস- ২৫১ শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস- ১৯৪/৯ ডিক্লে; প্রথম ইনিংস ৪৯৩/৭ ডিক্লে।