শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও ফেন্সিডিলসহ আটক ১৭

সুজন কৈরী : [২] রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাই মদসহ ১৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এছাড়া ঢাকা জেলার সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

[৩] র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, শুক্রবার ব্যাটালিয়নের একটি দল ওয়ারী এলাকা থেকে ১ হাজার লিটার চোলাই উদ্ধার করে। আটক করা হয় ১৪ জনকে। তারা হলেন- সেলিম (৩৭), রাব্বি (২০), রমজান হোসাইন (৩৭), বাবুল হাওলাদার (৩৮), জাকির হোসাইন সরদার (৩৫), ফারুক (২৬), শেখ ফরিদ (৪৩), সিরাজ (৪৮), আরিফ (৫৫), বাহাউদ্দিন (৪০), হাবিবুর রহমান (৪০), সফিক (৪৯) ও সিরাজ (৪৫)। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোনসেট ও নগদ ২৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চোলাইমদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

[৬] এদিকে র‌্যাব-৪ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, শুক্রবার সকালে ব্যাটালিয়নের একটি দল সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪৩ বোতল ফেন্সিডিল ও তা বহনে ১টি মোটরসাইকেলসহ ৩জনকে আটক করা হয়। আটকরা হলেন- হানিফ মিয়া (৪০), শরীফ (২৭) ও তাইজুল ইসলাম (২২)।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ফলের ব্যবসার আড়ালে পেয়ারার ঝুড়িতে করে অভিনব পন্থায় রাজধানীর বিভিন্ন এলাকার সরবরাহ করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়