মনজুরে খোদা তরিক: “আমাকে অনেকেই বলতো যে, আপনি খুব সাহসী; কিন্তু আমি বলতাম যে, আমি কখনোই সাহসী নই, আমি আঠারো তলা দালান থেকে লাফ দেই না ,আমি বন্দুকের গুলির মুখে গিয়ে দাঁড়াইনা, আমি সত্য প্রকাশ করি। যেদেশে সত্য প্রকাশ করাই সাহসের পরিচায়ক সেদেশ যে কী শোচনীয় পর্যায়ে নেমে গেছে সেটা আমাদের বোঝা উচিত।" -- হুমায়ূন আজাদ
তাঁর সময়ের অনেক আগে ভুল ভূমিতে আসা এক ক্ষনজন্মা পুরুষ হুমায়ুন আজাদ। কারণে-অকারণে মনে হয় তাঁকে। স্যারের সাথে আমার সরাসরি বেশ কয়েকবার আড্ডার সুযোগ হয়েছিল, নানাস্থানে দেখার সুযোগ হয়েছিল। তাই কিছুটা বুঝতে পারি তাঁর ব্যক্তিত্ব ও পরিধি। আর তাঁকে পড়ে বুঝেছি তিনি কতটা গভীর বোধের, কতটা বিপরীত স্রোতের মানুষ ছিলেন। তাঁর সাথে গল্পের কিছু কথাও খুব মনে পড়ে, কখনো গুছিয়ে লিখবো সে কথা।
প্রতিনিয়ত উপলব্ধি করি, হুমায়ুন আজাদ আমাদের সমাজ, রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রাসঙ্গিক, কতটা প্রয়োজনীয় ও অনিবার্য ছিলেন। আজ তাঁর জন্মদিন। আমাদের সমাজের প্রতিদিনের ঘটনায় তিনি চলে আসেন ভিষণ প্রাসঙ্গিক ও অপ্রিয় হয়ে। তাই মনে হয় কোন একদিনের স্মরণ-শুভেচ্ছায় তিনি আটকে থাকার মানুষ নন। তিনি অবিচ্ছেদ্য হয়ে থাকেন তাঁর জন্মের সার্থকতায় আমাদের নিদারুণ বাস্তবতায়। তবু শুভ জন্মদিন কবি, লেখক ড. হুমায়ুন আজাদ।