শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর ঘটনায় নিরপরাধ ও নির্দোষ শ্রমিকদের ষড়যন্ত্র করে কেউ মামলায় ঝুলিয়ে রাখতে পারবে না: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] মন্নুজান সুফিয়ান আরও বলেন, চট্টগ্রামের বাঁশখালীর ঘটনা অত্যন্ত দুঃখজনক। সব সময় সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে যোগাযোগ রাখছি। আপনারা জানেন ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির মধ্য দিয়েই শ্রমিকদের নামে মামলা হয়েছে। এই কমিটি কোনো অন্যায় করবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

[৩] তিনি বলেন, তদন্তের পরে বলা যাবে এই মামলার নিষ্পত্তি কীভাবে কেমন করে হবে। তদন্ত হলে সঠিক বিষয় বা কারণ বের হয়ে আসবে। আর সঠিক জিনিস বের হয়ে এলে এর সমাধানও হয়ে যাবে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালী ঘটনায় বহিরাগতদের উসকানি আছে, এ ধরনের কথা শুনতে পেয়েছি। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শ্রমিকদের নামে মামলা হয়েছে। সঠিক তদন্ত হলে এ মামলা উঠে যাবে। তবে একটা মামলার বহু কারণ থাকে। যেহেতু প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করে বহিরাগত লোক এর সঙ্গে জড়িত কিনা বা ইন্ধন যুগিয়েছে কিনা তা বেরিয়ে আসবে।

[৫] তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী যেসব খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে তাদের অনুদান দেওয়া শুরু করেছেন। কর্মপরিকল্পনায় আরো বেশি করে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে চাল, ডাল দেওয়ার চেয়ে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

[৬] মঙ্গলবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালামসহ শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়