শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর ঘটনায় নিরপরাধ ও নির্দোষ শ্রমিকদের ষড়যন্ত্র করে কেউ মামলায় ঝুলিয়ে রাখতে পারবে না: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] মন্নুজান সুফিয়ান আরও বলেন, চট্টগ্রামের বাঁশখালীর ঘটনা অত্যন্ত দুঃখজনক। সব সময় সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে যোগাযোগ রাখছি। আপনারা জানেন ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির মধ্য দিয়েই শ্রমিকদের নামে মামলা হয়েছে। এই কমিটি কোনো অন্যায় করবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

[৩] তিনি বলেন, তদন্তের পরে বলা যাবে এই মামলার নিষ্পত্তি কীভাবে কেমন করে হবে। তদন্ত হলে সঠিক বিষয় বা কারণ বের হয়ে আসবে। আর সঠিক জিনিস বের হয়ে এলে এর সমাধানও হয়ে যাবে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালী ঘটনায় বহিরাগতদের উসকানি আছে, এ ধরনের কথা শুনতে পেয়েছি। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শ্রমিকদের নামে মামলা হয়েছে। সঠিক তদন্ত হলে এ মামলা উঠে যাবে। তবে একটা মামলার বহু কারণ থাকে। যেহেতু প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করে বহিরাগত লোক এর সঙ্গে জড়িত কিনা বা ইন্ধন যুগিয়েছে কিনা তা বেরিয়ে আসবে।

[৫] তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী যেসব খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে তাদের অনুদান দেওয়া শুরু করেছেন। কর্মপরিকল্পনায় আরো বেশি করে অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে চাল, ডাল দেওয়ার চেয়ে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

[৬] মঙ্গলবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালামসহ শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়