শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো ঘোষণা ছাড়াই ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে মেডিকেল অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে

মিনহাজুল আবেদীন: [২] সোমবার সময় টিভির এক প্রতিবেদনে জানায়, গত চার দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনও ট্যাঙ্ক আসেনি। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। সর্বশেষ ২১ এপ্রিল দুইজন বাংলাদেশি আমদানিকারকের নামে ৯৩ মেট্রিক ট্রন অক্সিজেন বেনাপোল বন্দরে আসে। প্রতি মেট্রিক টন আমদানি মূল ১১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় ১০ হাজার টাকা।

[৩] বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ২১ (এপ্রিল) তারিখের পর ভারত থেকে স্থলবন্দর দিয়ে কোনও অক্সিজেন আমদানি হয়নি। এইসব বিষয়ে আমরা তৎপর রয়েছি। মালামাল আসলেই দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

[৪] বাংলাদেশ অক্সিজেন আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি রাকিব হোসেন বলেন, ভারতে চলমান অক্সিজেন সংকটের কারণে এই রপ্তানি বন্ধ রেখেছে। গত চার দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনও ট্যাঙ্ক প্রবেশ করছে না।

[৫] তথ্য মতে, দেশের চিকিৎসার চাহিদা মেটানোর জন্য প্রতি বছর অক্সিজেনের বড় একটি অংশ ভারত থেকে আসে। প্রতি মাসে বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩০ হাজার মেট্রিক ট্রন অক্সিজেন ভারত থেকে আসে।

[৬] বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামালউদ্দীন শিমুল বলেন, ভারত আমাদের প্রতিবেশি দেশ। অক্সিজেন বন্ধ না রাখার জন্য তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সম্পাদনা: রাশিদ

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়