শিরোনাম
◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো ঘোষণা ছাড়াই ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে মেডিকেল অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে

মিনহাজুল আবেদীন: [২] সোমবার সময় টিভির এক প্রতিবেদনে জানায়, গত চার দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনও ট্যাঙ্ক আসেনি। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। সর্বশেষ ২১ এপ্রিল দুইজন বাংলাদেশি আমদানিকারকের নামে ৯৩ মেট্রিক ট্রন অক্সিজেন বেনাপোল বন্দরে আসে। প্রতি মেট্রিক টন আমদানি মূল ১১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় ১০ হাজার টাকা।

[৩] বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ২১ (এপ্রিল) তারিখের পর ভারত থেকে স্থলবন্দর দিয়ে কোনও অক্সিজেন আমদানি হয়নি। এইসব বিষয়ে আমরা তৎপর রয়েছি। মালামাল আসলেই দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

[৪] বাংলাদেশ অক্সিজেন আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি রাকিব হোসেন বলেন, ভারতে চলমান অক্সিজেন সংকটের কারণে এই রপ্তানি বন্ধ রেখেছে। গত চার দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনও ট্যাঙ্ক প্রবেশ করছে না।

[৫] তথ্য মতে, দেশের চিকিৎসার চাহিদা মেটানোর জন্য প্রতি বছর অক্সিজেনের বড় একটি অংশ ভারত থেকে আসে। প্রতি মাসে বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩০ হাজার মেট্রিক ট্রন অক্সিজেন ভারত থেকে আসে।

[৬] বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামালউদ্দীন শিমুল বলেন, ভারত আমাদের প্রতিবেশি দেশ। অক্সিজেন বন্ধ না রাখার জন্য তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সম্পাদনা: রাশিদ

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়