পীর হাবিবুর রহমান: কাল শপিংমল খুলছে। করোনার মহাপ্রলয় থামেনি। ভারত এখন বিশ্বে ভয়াবহ অবস্থায়, আমরাও অবনতিশীল চ্যালেঞ্জের মুখে। জীবনের সাথে জীবিকার লড়াইয়ের দাবিতে সরকার সিদ্ধান্ত দিয়েছে। এখন জীবন আপনার সিদ্ধান্ত আপনার। নতুন পোশাক বড় নাকি জীবন বড়? দলবেধে শপিংকরবেন, ঘুরবেন করোনায় আক্রান্ত হবেন? নাকি আগে জীবন মনে করে নিরাপদ থাকবেন। করোনার স্বাস্থ্য বিধি অনেকেই মানছেন না। মাস্ক নেই, হাত ধোয়ার চর্চা নেই, সামাজিক দূরত্ব নেই।
আড্ডাবাজি, জটলা, গাগিজগিজ ককরে চলা থেমে নেই। রোজ আক্রান্ত ও মৃত্যুর সংবাদে চারদিক শোকে স্তব্ধ। মনে রাখবেন আক্রান্ত হলেও শ্রমজীবি কর্মজীবি মানুষের উপসর্গ নেই। কিন্তু সমাজের সুবিধাভোগী শ্রেণির আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। যাদের নানা রোগ আছে তারা করোনায় আক্রান্ত হলে ফিরে আসবেন কিনা হসপিটাল থেকে এ আশংকা রয়েছে। ঈদের কেনাকাটায় হামলে পরবেন নাকি করোনা থেকে নিরাপদ থাকবেন, অন্যকেও রাখবেন সেই সিদ্ধান্ত নিন। সামর্থবানরা গরীব আত্নীয় প্রতিবেশী বন্ধু চেনা অচেনা মানুষকে গোপনে সাহায্য করুন। ফেসবুক থেকে