শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে ৪শ ইয়াবা, ৯২ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দিতে আজ রবিবার (২৫এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে ৯২ বোতল ফেনসিডিল ৪শত ইয়াবা ট্যাবলেট ও ১২ পিস বিয়ারের ক্যানসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার শাসনগাছা মহাজনবাড়ির এনামুল হক ভূইয়ার ছেলে আশিকুর রহমান ভূইয়া (৩২)ও একই থানার সাতরা গ্রামের ফজলুল হকের পুত্র মো.রমযান প্রকাশ রানা (৩১)।

[৪] পুলিশ সূত্রে জানা যায়,আজ রবিবার (২৫এপ্রিল) দুপুরে দাউদকান্দিতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক(এসআই) রাজিব কুমার সাহা ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইয়াছিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দুই জন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

[৫] এ সময় তাদের সঙ্গে থাকা প্রাপ্ত ব্যাগে তল্লাশী চালিয়ে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট, ৯২বোতল ফেনসিডিল ও ১২টি কিংফিশার বিয়ারের ক্যানসহ আশিকুর রহমান ভূইয়া ও মো. রমযান প্রকাশ রানা নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৬] দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত আশিকুর রহমানের বিরুদ্ধে অস্ত্র,মাদক ও ডাকাতি প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে এবং রমযান প্রকাশ রানার বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়