সাইফুদ্দিন আহমেদ নান্নু: ২৫ তারিখ থেকে দেশের সকল শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে। এই খবর টিভিতে দেখার পর থেকে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কথা মনে পরছে। ক্ষুধার্থ বাঘের হরিণ আর মহিষের পালে ঝাঁপিয়ে পরে শিকার করার দৃশ্য চোখে ভাসছে। আমাদের শপিংবিলাসী লক্ষ লক্ষ ক্ষুধার্থ ক্রেতা শপিংমল, মার্কেটে ঝাঁপিয়ে পরার অপেক্ষায় দম খিঁচে বসে আছেন। খোলামাত্রই ঝাঁপ। ঈদের শপিং বলে কথা। নতুন জামা জুতো শাড়ি গহনা কসমেটিকস না কিনলে চলে!
করোনা নিয়ে চিন্তার কিচ্ছু নেই একটি কাগজে ১০১ বার ‘স্বাস্থ্যবিধি মেনে’ কথাটি লিখে একটা তামার তাবিজে ভরে গলায় ঝুঁলিয়ে নেবেন অথবা সেই তাবিজখানা একটি গ্লাসে রাখা পানিতে সাড়ে তিনবার চুবিয়ে শ্বাস বন্ধ রেখে একঢোকে পান করবেন তারপর বুকচিতিয়ে শপিংমলে চলে যাবেন। নতুনের গন্ধ এখনও গায়ে, তবুও গত ঈদে কেনা কাপড় জুতা গহনা শাড়ি কসমেটিকসএ ঈদ করবেন না। করলে জাত, ইজ্জত বলে কিন্তু কিচ্ছু থাকবে না। কথাটা মনে রাখবেন। ফেসবুক থেকে আমিরুল