শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৩ বছর আগের মরুঝড়ের নায়ককে উপেক্ষা, সমালোচনায় বিদ্ধ আজহার উদ্দিন

স্পোর্টস ডেস্ক : [২] ২৩ বছর আগে ১৯৯৮ সালে শারজার বুকে মরু ঝড়ের সাক্ষী থেকেছিল ক্রিকেটবিশ্ব। সৌজন্যে অবশ্যই ডানহাতি তরুণ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তৎকালীন অস্ট্রেলিয়া দল ছিল অপ্রতিরোধ্য। স্টিভ ওয়াহের বাহিনী অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়াচ্ছিল। শারজার বুকে সেবার তাদের কোকাকোলা কাপের ট্রফি জয় নিশ্চিত এমনটাই ধরে নিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ব্যাট হাতে শচীনের ভাবনা ছিল অন্য।

[৩] প্রসঙ্গত, ফাইনালের ঠিক আগের যে ম্যাচে জিতলে ভারত ফাইনালের জন্য কোয়ালিফাই করত সেখানেও এক অনবদ্য শতরান করে ভারতকে পৌছে দিয়েছিলেন শচীন। ফাইনালে রান তাড়া করতে নেমে শচীন ছিলেন অনবদ্য ব্যাটিং ফর্মে। তাবড় তাবড় অস্ট্রেলীয় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়ে ১৩১ বলে ১৩৪ রানের এক অনন্য ইনিংস দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। বলা বাহুল্য শচীনের অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই সেবার অজিদের বিরুদ্ধে আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত কোকাকোলা কাপের ট্রফি জিতেছিল।

[৪] সেই ট্রফি জয়ের ২৩ বছর পূর্তিতে তৎকালীন ভারত অধিনায়ক তথা বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহম্মদ আজহারউদ্দিন একটি টুইট করেন এই জয়কে তার অন্যতম সেরা জয় আখ্যা দিয়ে। সেই টুইটে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করলেন জয়ের নায়ক শচীনকে ট্যাগ করেননি তিনি। আর এতেই নেটিজেনদের রোষের শিকার হয়েছেন আজহারউদ্দিন।

[৫] শচীনকে ট্যাগ না করার কারণে তাদের রোষানলে পড়েছেন আজহার। তিনি টুইটে লেখেন আজ থেকে ২৩ বছর আগে এই সপ্তাহেই ভারত,অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছিল। আমরা ক্লাসিক ইউনিট হিসেবে খেলেছিলাম। দেশকে অবিস্মরনীয় জয় উপহার দিয়েছিলাম। দল মরুভূমিতে মরুদ্যান খুজে পেয়েছিল। আমার জীবনের অন্যতম সেরা জয় এটি। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়