শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৩ বছর আগের মরুঝড়ের নায়ককে উপেক্ষা, সমালোচনায় বিদ্ধ আজহার উদ্দিন

স্পোর্টস ডেস্ক : [২] ২৩ বছর আগে ১৯৯৮ সালে শারজার বুকে মরু ঝড়ের সাক্ষী থেকেছিল ক্রিকেটবিশ্ব। সৌজন্যে অবশ্যই ডানহাতি তরুণ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তৎকালীন অস্ট্রেলিয়া দল ছিল অপ্রতিরোধ্য। স্টিভ ওয়াহের বাহিনী অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়াচ্ছিল। শারজার বুকে সেবার তাদের কোকাকোলা কাপের ট্রফি জয় নিশ্চিত এমনটাই ধরে নিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু ব্যাট হাতে শচীনের ভাবনা ছিল অন্য।

[৩] প্রসঙ্গত, ফাইনালের ঠিক আগের যে ম্যাচে জিতলে ভারত ফাইনালের জন্য কোয়ালিফাই করত সেখানেও এক অনবদ্য শতরান করে ভারতকে পৌছে দিয়েছিলেন শচীন। ফাইনালে রান তাড়া করতে নেমে শচীন ছিলেন অনবদ্য ব্যাটিং ফর্মে। তাবড় তাবড় অস্ট্রেলীয় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়ে ১৩১ বলে ১৩৪ রানের এক অনন্য ইনিংস দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। বলা বাহুল্য শচীনের অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই সেবার অজিদের বিরুদ্ধে আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত কোকাকোলা কাপের ট্রফি জিতেছিল।

[৪] সেই ট্রফি জয়ের ২৩ বছর পূর্তিতে তৎকালীন ভারত অধিনায়ক তথা বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহম্মদ আজহারউদ্দিন একটি টুইট করেন এই জয়কে তার অন্যতম সেরা জয় আখ্যা দিয়ে। সেই টুইটে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করলেন জয়ের নায়ক শচীনকে ট্যাগ করেননি তিনি। আর এতেই নেটিজেনদের রোষের শিকার হয়েছেন আজহারউদ্দিন।

[৫] শচীনকে ট্যাগ না করার কারণে তাদের রোষানলে পড়েছেন আজহার। তিনি টুইটে লেখেন আজ থেকে ২৩ বছর আগে এই সপ্তাহেই ভারত,অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছিল। আমরা ক্লাসিক ইউনিট হিসেবে খেলেছিলাম। দেশকে অবিস্মরনীয় জয় উপহার দিয়েছিলাম। দল মরুভূমিতে মরুদ্যান খুজে পেয়েছিল। আমার জীবনের অন্যতম সেরা জয় এটি। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়