শিরোনাম
◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে জবিতে ওয়েবিনার

অপূর্ব চৌধুরী: [২] করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

[৩] বুধবার (২১ এপ্রিল) সকাল ১০টা ৩০মিনিটে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ ওয়েবিনার আয়োজন করা হয়।

[৪] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ।

[৫] প্রধান অতিথির বক্তব্যে ড. কামালউদ্দীন আহমদ বলেন, বর্তমানে বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী মানসিক সঙ্কোচে ভুগছেন। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আগমন, শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, পড়াশোনা, গ্রুপ স্টাডি সবকিছুই বন্ধ হয়ে গেছে। এজন্য শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। শিক্ষার্থীরা যেন মানসিকভাবে হতাশাগ্রস্ত না হয় সেজন্য আমাদের অনেক করণীয় আছে। শিক্ষক হিসেবে আমাদের উচিত তাদের সাহস ও অনুপ্রেরণা দেওয়া। এছাড়াও জাতি হিসেবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে আমাদের সকলেরই ভূমিকা রাখা দরকার। তাই মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আজকের ওয়েবিনারটি খুব গুরুত্বপূর্ণ।

[৬] ওয়েবিনারে প্রথম বক্তা হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার ভাবনা এবং করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও দ্বিতীয় বক্তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহকারী পরিচালক ও মনোবিজ্ঞানী জনাব ইফরাত জামান করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য উন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

[৭] অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব বুশরা জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।

[৮] এসময় বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.অরুণ কুমার গোস্বামী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়