শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় সীলগালাকৃত ইটভাটায় ৩ মাস পর ফের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

হাবিবুর রহমান: [২] নেত্রকোণার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়নের প্রতাপপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সীলগালাকৃত ইটভাটা মেসার্স স্টার ব্রিকসকে ৩মাস পর পুনঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা ও ৭দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার মুচলেকা নিয়েছে উপজেলা প্রশাসন।

[৩] উল্লেখ্য গত ১৮ জানুয়ারি পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রমাণপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্টার ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

[৪] সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে সীলগালা করার পর ৩ মাসেও একদিনের জন্য ইটভাটাটি তাদের কার্যক্রম বন্ধ করেনি।

[৫] ব্যবস্থাপনা পরিচালক মো. কছমউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, “সীলগালা করার পর পরিবেশ অধিদপ্তর থেকে মোবাইলে ডিসি সাহেবকে আমাদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। ডিসি সাহেব পূর্বধলার ইউএনও সাহেবকে বলে আমাদেরকে একটি মৌখিক অনুমতি দেন। চলতি বছরের কার্যক্রম শেষ করে ইটভাটা বন্ধ করে দিবো।”

[৬] এরপর ২১ মার্চ দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় ‘ পূর্বধলায় সিলগালা ইটভাটা দুই মাসেও বন্ধ হয়নি' শিরোনামে সংবাদ প্রকাশের পর গত সোমবার (২১ এপ্রিল) স্টার ব্রিকস ফিল্ডে পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রশাসন।

[৭] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, “পূর্বের নির্দেশনা অমান্য করায় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৭দিনের মধ্যে তাদের ইট বিক্রি শেষ করে অন্যত্র চলে যাবে এই মর্মে মুছলেকা নেওয়া হয়েছে।” সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়