শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাতাঞ্জে হামলার জন্যে ইসরায়েলকে ২০ বছর অপেক্ষা করতে হয়েছে, বললেন জেনারেল আমোস

রাশিদুল ইসলাম : [২] সিএনবিসি নিউজকে ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল আমোস ইয়াদলিন বলেন ইরানের পারমানবিক কর্মসূচি রোধ করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি জেনারেল আরো জানান ইরাক ও সিরিয়ায় আগে সহজেই হামলা করা যেত যা এখন সম্ভব হচ্ছে না। স্পুটনিক

[৩] জেনারেল আমোস বলেন ইরানের পারমানবিক কেন্দ্রগুলো অনেক বেশি সুরক্ষিত ও ছড়ানো ছিটানো। অধিকাংশ পারমানবিক কেন্দ্র মাটির নিচে ও নির্জন স্থানে। আমোস এখনো নিশ্চিত নয় যে ইসরায়েলি গোয়েন্দারা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানে কী না।

[৪] জেনারেল আমোস বলেন তার দেশ ইরানের পারমানবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে। ইরানের পারমানবিক সক্ষমতায় ইরাকের সাদ্দাম হোসেন ও সিরিয়ার বাশার আল আসাদ বিস্মিত হয়েছিলেন এমন দাবি করে আমোস বলেন নাতাঞ্জে হামলা থেকে ইরান কিছু শিখেছে কিন্তু এই হামলার মধ্যে দিয়ে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বেশি জানতে পেরেছি। আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে।

[৫] ২০০৭ সালে আমোস ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান ছিলেন এবং ওই বছর সিরিয়ার দেইর এজ-জোরে সন্দেহভাজন নির্মাণধীন পারমানবিক কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। হামলার ৬ মাস পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অভিযোগ করেন সিরিয়ার ওই নির্মাণধীন পারমানবিক কেন্দ্র থেকে প্লুটোনিয়াম উৎপাদনের পরিকল্পনা ছিল যা শান্তিপূর্ণভাবে ব্যবহারের পরিকল্পনা ছিল না।

[৬] সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমানবিক সক্ষমতা অর্জন করতে না দেওয়ার অঙ্গীকার জানালেও বিভিন্ন মিডিয়ার দাবি অনুসারে তেল আবিবের কাছে অন্তত ৯০টি পারমানবিক বোমা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়