মো.রাইসুল ইসলাম : [২] সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা লিটনকে (৪৫) আটক করেছে র্যাব -১২ এর সদস্যরা।
[৩] বৃহস্পতিবার রাতে উপজেলার ধামকোল থেকে তাকে আটক করা হয়। লিটন ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক।
[৪] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী লিটনকে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজা সহ আটক করে র্যাব। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।