ফিরোজ আহম্মেদ: ঝিনাইদহ মহেশপুরে সড়ক দূর্ঘটনায় আসাদ নামে এক যুবক মারা গেছে।বৃহৎস্পতিবার বিকেলে কালীগঞ্জ- জীবননগর সড়কের মহেশপুর উপজেলার চন্দ্রপুর নামক স্থানে ট্রাক্টর এবং মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আসাদ ঘটনাস্থানে মৃত্যু হয়। মৃত আসাদের বাড়ি ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকায় প্রাথমিকভাবে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আসাদের মরদেহ মহেশপুর উপজেলা হাসপাতালে আছে।