শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ধাক্কায় আবার অনিশ্চিয়তায় টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক: [২] গোটা বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। তার জেরে বাতিল হওয়ার মুখে এবারের টোকিও অলিম্পিক। এমনটাই জানিয়েছে জাপানের শাসকদলের এক নেতা।

[৩] লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক তোসিহিরো নিকাই জানিয়েছেন, যদি এটা আয়োজন করা একেবারেই সম্ভব না হয়, সে ক্ষেত্রে বন্ধ করার সিদ্ধান্ত নিতেই হবে। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, যদি অলিম্পিকের কারণে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, সে ক্ষেত্রে কীসের জন্য এই অলিম্পিক আয়োজন করা হবে ?

[৪] দলের স্পষ্টবক্তা হিসেবেই নিকাই পরিচিত। যে কারণে তার এই মন্তব্যের পর জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে দলের অন্যান্য নেতারা এখনও কোনও মন্তব্য করেননি। ইতিমধ্যেই করোনার কারণে অলিম্পিক এক বছর পিছিয়ে গিয়েছে। ২০২০ সালে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেই টুর্নামেন্টের জন্য এ বছর দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত টুর্নামেন্ট হওয়ার কথা।

[৫] এ দিকে জাপানে করোনা ভাইরাসের প্রকোপ অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। টোকিওতে সরকারি জরুরি অবস্থা তুলে নেওয়ার পর যেন আরও খারাপ পরিস্থিতি হয়েছে। ওসাকায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত। সব মিলিয়ে করোনায় একেবারে বিধ্বস্ত জাপান। স্বাভাবিক ভাবেই সেখানে অলিম্পিক আয়োজন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়