শিরোনাম
◈ ভার‌তের অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন? ◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আটক ৩

বিপ্লব বিশ্বাস: [২] পিরোজপুর পৌর এলাকায় চলছে নিরব চাঁদাবাজী৷ গতকাল তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে পৌর এলাকার মন্ডল পাড়ার রতন মিস্ত্রী নামে এক রেন্ট-এ কারের ব্যবসায়ীর বাড়ি ঘরে হামলা চালায় চাঁদাবাজরা৷ তবে পুলিশ তাৎখনিক ভাবে অভিযান চালিয়ে মৃলহোতা জাকারিয়াসহ দুইজনকে গ্রেফতার করে৷
[৩]রতন জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় চাঁদাবাজীর নেতৃত্বে দানকারী জাকারিয়াসহ ১০/১২ জন ব্যক্তি লাঠিসোঠা, দেশীয় অস্ত্র নিয়ে তাল বাড়ি ঘল ও গেরেজে হামলা চালায়৷ এ সময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী পুলিশে খবর দিলে সদর থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
[৪]এসময় রতন মিস্ত্রীর বাসার সিসি টিভি ফুটেজ দেখে রাতেই জাকারিয়া সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
[৫] রতন মিস্ত্রী আরো বলেন,গত সোমবার থেকে জাকারিয়া বাহিনী রেন্ট-এ কার ভাড়ার উপর অসহনীয় চাঁদা দাবি করে আসছিলো। বনিবনা না হওয়ায় রুবেল নামের এক ড্রাইভারকে রেন্ট-এ কার স্ট্যান্ডেই মারধোর করে। যেহেতু আমার নিজের তিনটি গাড়ি ভাড়ায় চলে। আমি মধ্যস্থতা করতে এগিয়ে আসি। যাত্রীপ্রতি মাথাপিছু ৫০টাকা দিতে আমরা রাজিও হই। তাদের দাবি ছিলো প্রতি গাড়ি বাবদ চার হাজার টাকা। করোনা পরিস্থিতি বিবেচনায় মাথা পিছু ৫০ টাকায় রাজি হয়ে তাঁরা ওই স্থান ত্যাগ করে। এরপর মঙ্গলবার রাতে জাকারিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক আমার বাড়িতে হামলা করে ও গাড়ির গ্যারেজ ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যা আমার সিসি টিভি ফুটেজে ধারণ করা রয়েছে।
[৬]পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। প্রধান আসামি জাকারিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে৷

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/04/video-1618412651.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়