শিরোনাম
◈ বাংলা‌দে‌শে ওয়াহাবি-সালাফি কারা,  এরা আলোচনায় কেন ◈ বিপিএলে খেল‌বে নোয়াখালী  ◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে চাঁদপুরের ৪টি কাঁচাবাজার উন্মুক্তস্থানে

চাঁদপুর প্রতিনিধি: [২] চাঁদপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে শহরের ৪টি কাঁচাবাজার স্থানান্তর করে উন্মুক্তস্থানে নেয়া হয়েছে।

[৩] বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে এসব বাজারগুলো স্থানান্তর করতে সরেজমিন তত্ত্বাবধান করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

[৪] জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে কাঁচাবাজারগুলোকে উন্মুক্তস্থানে নিয়ে যাওয়ার পক্রিয়ায় আজ ভোর থেকেই পালবাজার, ওয়্যারলেস বাজার এবং বাবুরহাট বাজার পরিদর্শন করা হয়।

[৫] এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান স্থানান্তর করে শহরের পালবাজার থেকে পৌরসভা ইদগাহ মাঠে, বাবুরহাট বাজার থেকে বাবুরহাট কলেজ মাঠে, বিপণীবাগ বাজার চাঁদপুর সরকারি কলেজ মাঠে, ওয়্যারলেস বাজার গাছতলা ব্রিজের নিকট নেওয়া হয়।

[৬] তিনি বলেন, এসব বাজারগুলো পরিদর্শনকালে আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। যাতে করে বাজারে আসা লোকজন উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাট করতে পারে।

[৭] এসবকাজে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমন্বিতভাবে কাজ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়