শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে চাঁদপুরের ৪টি কাঁচাবাজার উন্মুক্তস্থানে

চাঁদপুর প্রতিনিধি: [২] চাঁদপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে শহরের ৪টি কাঁচাবাজার স্থানান্তর করে উন্মুক্তস্থানে নেয়া হয়েছে।

[৩] বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে এসব বাজারগুলো স্থানান্তর করতে সরেজমিন তত্ত্বাবধান করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

[৪] জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে কাঁচাবাজারগুলোকে উন্মুক্তস্থানে নিয়ে যাওয়ার পক্রিয়ায় আজ ভোর থেকেই পালবাজার, ওয়্যারলেস বাজার এবং বাবুরহাট বাজার পরিদর্শন করা হয়।

[৫] এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান স্থানান্তর করে শহরের পালবাজার থেকে পৌরসভা ইদগাহ মাঠে, বাবুরহাট বাজার থেকে বাবুরহাট কলেজ মাঠে, বিপণীবাগ বাজার চাঁদপুর সরকারি কলেজ মাঠে, ওয়্যারলেস বাজার গাছতলা ব্রিজের নিকট নেওয়া হয়।

[৬] তিনি বলেন, এসব বাজারগুলো পরিদর্শনকালে আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। যাতে করে বাজারে আসা লোকজন উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাট করতে পারে।

[৭] এসবকাজে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমন্বিতভাবে কাজ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়