মোঃতরিকুল ইসলাম: [২] দুই দিনব্যাপী মাহে রমজানকে সামনে রেখে ভিটি বিশাড়া ও বাজেবিশাড়ার ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
[৩] সূত্রে জানা যায়, গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৩৫০০০০ টাকার পণ্য সামগ্রী বিতরন করেন।
নবীনগরের রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া নয়াপাড়ার মৃত যাদবআলীর পুত্র কুয়েত প্রবাসী মোঃওবায়েদ উল্লাহ।
[৪] তিনি রতনপুর ইউনিয়নের মানুষ মানুষের জন্য প্রবাসী সংগঠনের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।তার দানকে এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা খুশী মনে গ্রহন করে।তারমত নিরহংকারী ব্যাক্তি সমাজে ও ইউনিয়নে নেতৃত্ব দিলে সমাজ ও ইউনিয়ন উন্নয়ন হবে বলে স্থানীয় জনসাধারণের বিশ্বাস।
[৫] তার স্বজনদের মাধ্যমে দরিদ্রদের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দেন।এসময় উপস্থিত ছিলেন তার ভাতিজা সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ