শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে কৃষকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি:[২] বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র করোনা পজিটিভ হওয়ায় তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে শরীয়তপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা কৃষকদলের উদ্যোগে এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু’র নেতৃত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

[৩] এতে প্রধান অতিথি ছিলেন, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি আরিফুজ্জামান মোল্যা। এসময় অংশগ্রহণ করেন, জেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, প্রচার সম্পাদক আলী আহম্মেদ মোল্যা, সদর উপজেলার সভাপতি বাবুল খান, পৌরসভা নেতা কামাল শেখ, সাবেক ছাত্রনেতা মাসুদ দেওয়ান ও বি.এম আজিজুল হাকিম প্রমূখ।

[৪] দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা সহ মহামারী কোভিড-১৯ এর হাত থেকে দেশ-জাতি ও সমগ্র বিশ্বের মুক্তির জন্য দোয়া করা হয়। এসময় বলেন, এ্যাড. মনিরুজ্জামান খান দিপু বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দীর্ঘায়ু’র জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়