এম.এ কুদ্দুস সরকার: মৌসুমী উফসী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রণোদনা কর্মসূচীর আওতায় বিরলে বিতরণ সম্পন্ন হয়েছে।
১২ এপ্রিল সোমবার দুপুরে বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৬৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি উফসী আউস ব্রি ধান-৪৮, ডি.ও.পি-২০ কেজি এবং ১০ কেজি পটাশ সার পান।
স্বাস্থ্য বিধি মেনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান।