এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বসে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
[৩] বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহাবুবা আক্তার নীলা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডলসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
[৪] প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য প্রায় ৩০-৩২ লক্ষ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের অর্ধেক মূল্যে এই মেশিনটি দিয়েছেন। এ মেশিন দিয়ে খুব সহজেই কৃষকরা আধুনিক প্রযুক্তিতে অতি দ্রুত ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করতে পারবে। সম্পাদনা: সাদেক আলী